আমাদের সম্পর্কে
ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকগণ মানবদেহের চলন ও কার্যপ্রণালীর উন্নয়ন, সর্বোচ্চ নড়ন ও চলনব্যাপ্তি নিশ্চিতকরণ ব্যথা নিয়ন্ত্রণ ও নিরাময় এবং বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা প্রদান ও প্রতিকার করে থাকেন। তারা নানাবিধ শারীরিক চিকিৎসা প্রয়োগ করেন। – ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব অকুপেশন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
ফিজিওথেরাপি হলো একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপিস্টগন হল একটি স্বতন্ত্র চিকিৎসা পেশাজীবী যারা রোগ/সমস্যা নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন চিকিৎসা প্রদান, মূল্যায়ন করত নানাবিধ শারীরিক সমস্যার চিকিৎসা করে থাকেন। চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চিকিৎসামূলক মুভমেন্ট, চিকিৎসামূলক ব্যায়াম, গবেষণালব্দ ম্যানুয়াল চিকিৎসা পদ্ধতি স্পিন্টিং-টেপিং-ব্রেসিং-নিডলিং এবং ইলেক্ট্রোথেরাপি ও ফার্মাসিউটিক্যাল এজেন্ট। – ওয়ার্ল্ড কনফেডারেশন অব ফিজিক্যাল থেরাপি (WCPT)
আমাদের বৈশিষ্ট্য
- ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা।
- পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ফিজিওথেরাপিস্ট।
- অত্যাধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন যন্ত্রপাতি।
- প্যারালাইজড ও স্ট্রোক রোগীদের রিহ্যাবিলিটেশন সেবা।
- প্রতিবন্ধীদের জন্য রিহ্যাবিলিটেশন সেবা।
এখানে কেন ফিজিওথেরাপি নিবেন?
- ফিজিওথেরাপি চিকিৎসকগণ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম গ্র্যাজুয়েট (বিপিটি) এবং মাষ্টার্স ডিগ্রি প্রাপ্ত।
- এখানে ম্যানুয়েল ও ম্যানুপুলেশন পদ্ধতিতে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়।
- কাইরোপ্র্যাকটিক এডজাষ্টমেন্ট ও মেডিকেল আকুপাংচার, কাপিং থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।
- অত্যাধুনিক ইলেক্ট্রোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান।
- খেলাধুলায় আঘাত প্রাপ্তদের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।
- সুনামের সহিত সর্বোচ্চ রোগীদের সুস্থ্যতা লাভ।