সার্ভিস সমূহ

ইলেক্ট্রোথেরাপি

  • আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
  • ইনফ্রারেড-রে থেরাপি (IRR)
  • শর্টওয়েভ ডায়াথারমি (SWD)
  • লেজার থেরাপি (Laser Therapy)
  • ট্রাকশন (Traction)
  • ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন (TENS)
  • ইন্টারফেরেনশিয়াল থেরাপি (IFT)
  • ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি (EST)
  • মাসেল স্টিমুলেশন থেরাপি (MST)
  • প্যারাফিন ওয়াক্স বাথ (Wax bath)
  • আকুপাংচার উইথ স্টিমুলেশন
  • কোল্ড থেরাপি (Cold Therapy)

ম্যানুয়াল থেরাপি

  • জয়েন্ট মবিলাইজেশন
  • সফট টিস্যু মবিলাইজেশন
  • স্ট্রেইন-কাউন্টারস্ট্রেইন থেরাপি
  • মায়োফ্যাসিয়াল রিলিজ (MFR)
  • ইনোস্ট্রোমেন্ট-এসিস্টেড সফট টিস্যু মবিলাইজেশন (IASTM)
  • ড্রাইনিডেলিং
  • একটিভ রিলিজ টেকনিক (ART)
  • মেডিকেল কাপিং

পূনর্বাসন

  • স্নায়ুবিক রোগের পুনর্বাসন
  • চলাফেরায় অক্ষম রোগীদের পুনর্বাসন পরামর্শ
  • পেশাগত চিকিৎসা ও পরামর্শ
  • সুস্থ থাকতে প্রত্যহিক লাইফস্টাইল বা জীবনাচারের পরামর্শ

থেরাপিউটিক এক্সারসাইজ

লিগামেন্ট, টেনডন ইত্যাদি হাড়ের ক্ষয়জনিত রোগ, হাড়ের প্রদাহজনিত রোগ, স্নায়ুবিক রোগ, দীর্ঘ দিনের পুরনো শ্বাস-প্রশ্বাসজনিত রোগ, মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের রোগ, অস্থিসন্ধির শক্ত হওয়া, পক্ষাঘাত ও মস্তিষ্কের আঘাত- জনিত রোগ, শিশু ও বাচ্চাদের স্নায়ুবিক রোগ নিরাময়ে চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক ব্যায়াম ও পরামর্শ।

বিস্তারিত জানতে প্রতিটি সার্ভিস বক্সে ক্লিক করুন

Edit Content

পিঠে ব্যথা এবং সায়াটিকা নার্ভ ডিজঅর্ডারে অনেকেই ভুগছেন, যা আপনার জীবনকে অসহনীয় কষ্টকর করে তুলছে।

পিঠে ব্যথা এবং সায়াটিকার কারণ

  • ওজন বৃদ্ধি বিশেষত গর্ভাবস্থা পরবর্তী ওজন বৃদ্ধি।
  • বয়স বৃদ্ধির সাথে সাথে ডিজিনেটিভ ডিস্ক ডিজিস।
  • হার্নিয়েটেড ডিস্ক, যা কোন দুর্ঘটনা বা আঘাতের কারণে হতে পারে।
  • স্পোর্টস ইনজুরি

আপনি পিঠে ব্যথা এবং সায়াটিকায় যে কারণেই ভুগছেন না কেন, আমাদের এক্সপার্ট ফিজিওথেরাপিস্টরা আপনাকে সারিয়ে তুলতে সহযোগিতা করবেন।

Edit Content

বাংলাদেশের বেশিরভাগ মানুষই জীবনে কোন না কোন সময় আসহনীয় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন ।

ঘাড় ব্যথার কারণ

  • শিশুদের ক্ষেত্রে টরটিকলিস বা হঠাৎ ঘাড়ের মাংসপেশি টেনে ধরা।
  • তরুণদের ক্ষেত্রে সারভাইক্যাল রিবস, সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা সারভাইক্যাল ডিস্ক ডিজিজ।
  • বয়স্কদের ক্ষেত্রে সারভাইক্যাল স্পনডাইলোসিস, সারভাইক্যাল স্পনডাইলোলিসথেসিস, সারভাইক্যাল ক্যানেল স্টেনোসিস।
  • সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা হারনিয়েশন, অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা রোগ, সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস, হাড়ের ইনফেকশন, ডিস্কাইটিস, হাড় ও স্নায়ুর টিউমার ইত্যাদি।

কারণ যেটাই হোক ঘাড় ব্যথায় তীব্র যন্ত্রণা হতে পারে। সেই সাথে দুর্বলতা, অসাড় অনুভূতি, মাথা ব্যথা কিংবা কোন কিছু ধরতে বা ভারি কিছু তুলতেও সমস্যা হতে পারে। ঘাড় ব্যথা উপশমে আমাদের ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর।

Edit Content

কাঁধে ব্যথা বা সোল্ডার পেইন খুব প্রচলিত একটি সমস্যা। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই ব্যথা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব।

কাঁধে ব্যথার কারণ

  • ফ্রোজেন শোল্ডার (অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস)।
  •  সারভাইক্যাল স্পোনডোলাইসিস, অস্টিয়োপরোসিস, টেন্ডিনাইটিস, আর্থারাইটিস, স্কোলিওসিস।
  • বসা বা শোয়ার ধরন ভুল হলে, ভারী কিছু তুলতে গেলে বা অনেক ক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে।
  • ডায়াবেটিস মেলাইটাস, যক্ষ্মা রোগী, ফুসফুসের ক্যানসার, কার্ডিয়াক সার্জারির পরে বা আঘাত জনিত কারণে কাঁধে ব্যথা হতে পারে।

আমাদের ইলেকট্রোথেরাপি এবং অত্যাধুনিক মেশিনের সাহায্যে ফিজিওথেরাপির যুগপৎ চিকিৎসা নিয়ে, সুস্থ থাকুন।

Edit Content

কনুই ও হাতে ব্যথা হচ্ছে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, এটি টেনিস এলবো নামেও পরিচিত।এই সমস্যা হলে সাধারনত হাতের কনুইয়ের বাহিরের দিক ব্যথা করে এবং হাতের আংগুল মুঠো করতে গেলেও কনুইয়ে ব্যথা লাগে।

কনুই ও হাতে ব্যথার কারণ

  • আর্থাইটিস।
  • বার্সাইটিস।
  •  কার্পাল টানেল সিনড্রোম, কিউবিটাল টানেল সিনড্রোম।
  • রেডিয়াস বা হাতের লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হতে পারে, বাহু ও হাতের অস্থিসন্ধিতে প্রদাহ, আবার সার্বক্ষণিক মাংসপেশির সংকোচনের ফলে অস্থির আবরণীতেও প্রদাহ হতে পারে। তবে যাই ঘটুক, এতে সৃষ্টি হয় কনুইয়ে ব্যথা।

আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টেরা সঠিক পরামর্শ এবং শর্ট ওয়েভ ডায়াথার্মি, আলট্রা-সাউন্ড থেরাপি , রেডিয়েশন থেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে আপনাকে কনুই ও হাতে ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি প্রদান করতে পারেন।

Edit Content

অনেক সময় কোমর অথবা হাঁটুর সাধারণ ব্যথা মারাত্মক যন্ত্রণাদায়ক হতে পারে। এতে প্রতিদিনের কাজ বাধাগ্রস্ত হয়।

কোমর এবং হাঁটুর ব্যথার কারণ

  • অস্টিও আর্থ্রাইটিস বা বাত
  • অস্টিও পেরোসিস বা হাড়ের ক্ষয়
  • ফ্রাকচার
  • পেশি, হাড়, জয়েন্টে, লিগামেন্ট, জোড়ার আবরণ, ডিস্ক যা দুই কশেরুকার মধ্যে থাকে ও স্নায়ুর রোগ, ইনফেকশন বা ইনজুরি

আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করে একজন পেসেন্ট কোমর অথবা হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আমাদের ক্লিনিকে কোন প্যাসেন্টকে লম্বা সময় অপেক্ষা করতে হয় না।

Edit Content

আর্থ্রাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয়। এটি নির্দিষ্ট একটি রোগ নয়। অস্থিসন্ধি, অস্থিসন্ধির আশপাশের মাংসপেশি, টেনডন ইত্যাদির অনেকগুলো অসুখ একসঙ্গে আর্থ্রাইটিস নামে পরিচিত। তবে সবচেয়ে বেশি হয় অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস।

আর্থ্রাইটিসের কারণ

  • অন্যতম কারণ বয়োবৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণাস্থিতে পানির পরিমাণ বাড়তে থাকে এবং প্রোটিনের পরিমাণ কমতে থাকে। সেজন্য তরুণাস্থিও ক্ষয় হতে থাকে।
  •  শারীরিক ওজন বেশি থাকলে
  • অস্থিসন্ধিতে যেকোনো ধরনের আঘাত পেলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে

আর্থ্রাইটিসের সঠিক চিকিৎসা না হলে যত দিন যাবে পেসেন্ট তার দেহের জোড়ার কর্ম ক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বা ডিজএবলড হয়ে পরে। আমাদের মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে দ্রুত রোগ নির্ণয় করে অভিজ্ঞ ফিজিওথেরাপির মাধ্যমে কার্যকরী চিকিৎসা পেতে পারেন।

Edit Content

গোড়ালি এবং পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরের ভর বহন করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আমরা আমাদের দু’পায় এবং গোড়ালির সুরক্ষার ক্ষেত্রে সবসময় উদাসীন।

গোড়ালি এবং পায়ে ব্যথার কারণ

  • গোড়ালির হাড়ের সঙ্গে যুক্ত থাকে প্লান্টার ফেসিয়াটিস লিগামেন্ট৷ এই লিগামেন্টে খুব বেশি চাপ পড়লে গোড়ালি ও পায়ে ব্যথা হয়৷ অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরও বা সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা বেশি টের পাওয়া যায়
  • দীর্ঘদিন ধরে খুব শক্ত জুতো বা হাই হিল ব্যবহারে করলে
  • অতিরিক্ত এক্সারসাইজ অথবা খেলাধুলা
  • হাঁটার সময় ঠিকভাবে পা না ফেললে, অস্টিওস্পোরোসিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস , ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথির সমস্যা হলে, হাড়ের মধ্যে সংক্রমণ বা রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, কিংবা বোন সিস্ট থাকলেও হিল পেন হয়
  • গর্ভধারণ, ডায়াবেটিস, স্থূলতা অথবা বিভিন্ন মেডিকেল কন্ডিশন

আপনার পায়ের স্বাস্থ্য অনেকটাই আপনার উপর নির্ভর করে। গোড়ালি এবং পায়ে ব্যথা হলে ব্যথানাশক ঔষধ খেয়ে নিজের ক্ষতি না করে আমাদের অত্যাধুনিক মেশিনের সাহায্যে আধুনিক ফিজিওথেরাপির চিকিৎসা নিয়ে, সুস্থ থাকুন।

Edit Content

যারা ক্রীড়া এবং শরীরচর্চা করেন তারা প্রায়সই স্পোর্টস ইনজুরিতে ভুগে থাকেন। স্পোর্টস ইনজুরির তীব্র ব্যথা আপনাকে খেলা থেকে দূরে রাখে বা পারফরমেন্সকে প্রভাবিত করে।

আপনি ফিজিওথেরাপির মাধ্যমে আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ক্রীড়া আঘাতের কারণ

  • কম হাড় ঘনত্ব
  • অস্টিওপরোসিস
  • ক্রীড়া দুর্ঘটনা, সাম্প্রতিক আঘাত, পেশী ওভারস্টেচিং
  • ভারী বস্তু উত্তোলন ভুল উপায়
  • পুস্টিহীনতা, ঘুমের অভাব

স্পোর্টস ইনজুরি থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক খেলাধুলায় ফিরতে ক্লিনিকে আসুন এবং অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও ব্যথামুক্ত জীবন যাপন করুন।

Edit Content

আমরা কর্মক্ষেত্রে প্রচুর সময় ব্যয় করি। একই ধরনের কাজ বহুবার করা বা আঘাত থেকে অসহনীয় ব্যথা হতে পারে।

ওয়ার্ক ইনজুরির কারণ

  • দুর্ঘটনা, আঘাত, পড়ে যাওয়া
  • ফ্রাকচার
  • অনেক ক্ষণ ধরে একইভাবে বা কম্পিউটারের সামনে বসে কাজ করলে
  • ভারী বস্তু উত্তোলন ভুল উপায়

আমাদের বিশ্বমানের সেরা ইউরোপিয়ান প্রযুক্তি এবং ইকুপমেন্টের সাহায্যে ফিজিওথেরাপি নিন।

Edit Content

স্নায়ুঘটিত রোগের বিস্তৃতি ও জটিলতা সম্পর্কে অনেক ক্ষেত্রেই আমাদের স্পষ্ট ধারণা থাকে না। তাই কখন সচেতন হতে হবে, তা আমরা বুঝতেও পারি না। ফলে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যায়। ফিজিওথেরাপি স্নায়ুরোগের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী।

স্নায়ু রোগের কারণ

  • পারকিনসন ডিজিজ
  • স্ট্রোক
  • একাধিক ক্লোরোসিস

আমাদের স্নায়বিক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টরা আপনার স্নায়ুতন্ত্রের আঘাত বা রোগের কারণে নির্ণয় করে আপনাকে সুস্থ করে তুলবে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে।

Edit Content

প্রি সর্জিকাল রিহাব

অপারেশন আগে সবারই ভয় বা দুশ্চিন্তা থাকে। অপারেশন ছাড়া অন্য কোনো অপশন থাকলে রোগীরা সেটাই বেছে নেন বেশির ভাগ ক্ষেত্রে।তবে অপারেশনই যে অসুখের একমাত্র চিকিৎসা, সে ক্ষেত্রে কিছু পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন। মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা আপনার জীবনকে সহজ করে তুলতে পারে।

যাঁরা কোমর, ঘাড়, হাঁটু, মেরুদণ্ডের ব্যথার জটিল সমস্যায় ভুগছেন, অপারেশন কিংবা চিকিৎসার জন্য দেশে বা দেশের বাইরে যেতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ- একবারের জন্য হলেও মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিয়ে দেখুন।

পোষ্ট সর্জিকাল রিহাব

যে কোন সার্জারির পরে পেসেন্টের অনেক বেশি যত্ন নেওয়া দরকার। সার্জারির সময় মানুষকে  শারীরিক এবং মানসিক উভয় দিকেই অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। অপারেশনের পর কোন ডিসঅর্ডার থাকলে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব। তাই দ্রুত নিরাময়ের জন্য আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের সঠিক পরামর্শ, যত্ন ও সহায়তা নিন।

Edit Content

মেফায়ার ওয়েলনেস ক্লিনিকে ইউরোলজিকাল সমস্যার দ্রুত এবং কার্যকর চিকিৎসা আমরা দিয়ে থাকি।

সমস্যাগুলো

  • ক্রনিক প্রোস্টাটাইটিস
  • ব্যাকটেরিয়াল প্রোস্টাটাইটিস
  • পেরোনির রোগ
  • ইরেক্টাইল ডিসফাংশন (ED)
  • বেনিং প্রোস্টাটাইটিস হাইপারপ্লেশিয়া

এক্সট্রাকোরপোরিয়াল শকওয়েভ থেরাপির এই রোগের প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর চিকিৎসা। শক ওয়েভগুলি লক্ষ্য স্থানে রক্ত ​​সঞ্চালনের দ্রুত বৃদ্ধি ঘটায় এবং তন্তুযুক্ত দাগের টিস্যুগুলি ভেঙে ফেলবে যা সময়ের সাথে সাথে তৈরি হয়, বিশেষত দীর্ঘস্থায়ী অবস্থার সাথে। এক্সট্রাকোরপোরিয়াল শকওয়েভ থেরাপির কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Edit Content
Click on the Edit Content button to edit/add the content.
Scroll to Top